ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে র‌্যাবের অভিযানে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
না’গঞ্জে র‌্যাবের অভিযানে আটক ৫ আটকরা র‌্যাব হেফাজতে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চিটাগাং রোড ও মদনপুর এলাকায় অভিযান চালিয়ে পরিবহনে চাঁদাবাজির সময় পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১ পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চিটাগাং রোড এবং বন্দর মদনপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২১ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।

আটক পাঁচজন হলেন- হুমায়ুন কবির (৩৭), আসাদ মোল্লা (৪৭), জামাল (৩৮), মো. কাজী এরশাদুজ্জামান (৩৬) এবং আব্দুর রহিম (৪৮)।  

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী, পরিবহন চালক ও আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও সিএনজি থামিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য হুমায়ুন কবির, আসাদ মোল্লা ও জামালকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ আট হাজার ৭৪০ টাকা জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।