ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কম্বল নিয়ে শীতার্তদের মাঝে কল্যাণ পার্টির চেয়ারম্যান 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, ডিসেম্বর ২৭, ২০১৯
কম্বল নিয়ে শীতার্তদের মাঝে কল্যাণ পার্টির চেয়ারম্যান 

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর মহাখালী, আমতলী, রেলগেট ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় কল্যাণ পার্টির পক্ষ থেকে শীতার্তদের মধ্যে এসব কম্বল দেওয়া হয়।

কল্যাণ পার্টির দফতর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন বাংলানিউজকে বলেন, দলের চেয়ারম্যান ও আমি রাতে রাজধানীর কয়েকটি এলাকায় ছিন্নমূল শীতার্তদের মধ্যে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু কম্বল বিতরণ করেছি।

তিনি আরও বলেন, রাজধানীতে বহু মানুষ প্রচণ্ড শীতে গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। তাদের সেই কষ্টের কথা চিন্তা করেই চেয়ারম্যান তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করি, রাজধানীর বৃত্তবান মানুষরা ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়াবেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।