ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সোনাইমুড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোখলেছুর রহমান সুবিল্লা (৩৯) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামের বদ্ধ বাড়ির কাঁচা রাস্তার উপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মৃত মোখলেছুর রহমান সুবিল্লা বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বাংলানিউজকে জানান, পুলিশ রাত্রিকালীন পাহারার সময় একটি ডাকাত দল পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সুবিল্লা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মৃত ডাকাতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।