ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বছরের শেষ রক ফেস্ট অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
বছরের শেষ রক ফেস্ট অনুষ্ঠিত

ঢাকা: তোমার জন্য, সোনাদিয়া, আধখানা দুঃখ, সে যে বসে আছেসহ জনপ্রিয় সবগান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়েছেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসসহ দশটি ব্যান্ড দল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে এ ‘ঢাকা রক ফেস্ট-২০১৯’ অনুষ্ঠিত হয়। সঙ্গীত প্রেমিদের জন্য বছরের শেষ সময়ে এ কনসার্টের আয়োজন করে স্কাই ট্র্যাকার লিমিটেড।

কনসার্টের লাইনআপে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ছাড়াও ছিল নেমেসিস, আর্বোভাইরাস, এভয়েড রাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন, সিন ব্যান্ড দল

দুপুরের পর থেকেই বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের সমাগমে মুখরিত হয়ে ওঠে আইসিসিবির এক্সপো জোন। তরুণদের উচ্ছ্বাস অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে।

কনসার্টের বিশেষ আকর্ষণ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। আয়োজকরা জানান, অনেক দিন পর কনসার্টে পারফর্ম করলেন তিনি। সঙ্গে পান্থ কানাইও একটি গান পরিবেশন করেন। এর পরপরই মঞ্চ মাতাতে ওঠে জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল।

বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এ ফেস্টিভ্যালের আয়োজনে স্কাই ট্র্যাকারের সঙ্গে ছিল গান-বাংলাটিভি, বাংলালিংক এবং স্কাই ট্র্যাকার লিমিটেড, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।