ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
সাভারে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি আটক

সাভার (ঢাকা): সাভারে নিখোঁজের পরদিন নাফিজা (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পার্শ্ববর্তী এক দম্পতিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার হাজী জাহাঙ্গীরের পাঁচতলা বাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নাফিজা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার হাবিবুল্লাহ নিপুর মেয়ে।

সে হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার গোল্ডেন বাংলা স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো। আটকরা হলেন-সোনালী (৩৪) ও তার স্বামী মোকসেদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ওই শিশু নিখোঁজ হয়। এরপর সন্ধান চেয়ে চারপাশে মাইকিং করে শিশুর স্বজনরা। এরপর শুক্রবার সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। পরে পুলিশ অভিযান চালিয়ে সাভারের জয়নাবাড়ী এলাকার হাজী জাহাঙ্গীরের পাঁচতলা বাড়ির একটি কক্ষ থেকে ওই শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে আটকদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।