ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের নিহত কর্মকর্তার স্মরণে শোকসভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
বাংলাদেশ ব্যাংকের নিহত কর্মকর্তার স্মরণে শোকসভা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামানের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করে অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল।

গত ২৮ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে।

অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এইচ এম দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে  অনুষ্ঠিত শোকসভায় সাইফুজ্জামানের সহকর্মীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এসময় তারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বক্তারা দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক লরির চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় এসে শাস্তির দাবি জানান।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান ও আহমেদ জামাল এবং ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এসকে সুর চৌধুরীও বক্তব্য দেন।

সভায় বক্তব্যকালে গভর্নর ফজলে কবির নিহত সাইফুজ্জামান ও তার দুই মেয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুর্ঘটনায় আহত সাইফুজ্জামানের স্ত্রী ও ছেলের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ব্যাংকের পক্ষ থেকে করা হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।