ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতের ৫ বছরের মাল্টিপল ভিসা পেলেন তিন মুক্তিযোদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ভারতের ৫ বছরের মাল্টিপল ভিসা পেলেন তিন মুক্তিযোদ্ধা ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ভিসাপ্রাপ্ত তিন মুক্তিযোদ্ধা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: তিনজন বীর মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিয়েছে ভারত। বছরের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে তাদের হাতে ভিসা তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

এসময় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান রয়েছে।

তাই ভারত সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান করে, তাদের অগ্রাধিকার দেয়।  

আরও পড়ুন> ২০১৯ সালে ১৫ লাখ ভারতীয় ভিসা ইস্যু

এদিন ১৫ লাখ ১ নম্বর ভিসা পান মুক্তিযোদ্ধা ড. শফিউল ইসলাম, ১৫ লাখ ২ নম্বর ভিসা পান মুক্তিযোদ্ধা ড. নূর মোহাম্মদ মল্লিক ও ১৫ লাখ ৩ নম্বর ভিসা পান মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান। তারা সবাই পাঁচ বছরের মাল্টিপল ভিসা পেয়েছেন।  

ভিসা পাওয়ার প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা ড. নূর মোহাম্মদ মল্লিক বলেন, ভারত মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেখিয়েছে, তাতে আমরা গর্বিত। মাল্টিপল ভিসা পাওয়ায় আমাদের আর বারবার ভিসা নেওয়ার জন্য আসতে হবে না। আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।