ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আক্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আক্তার

ঢাকা: বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) কাজী রওশন আক্তারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা কামরুন নাহারকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।

আর মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছাকে পদোন্নতি দিয়ে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯ 
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।