ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দ মোয়াজ্জেম আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
সৈয়দ মোয়াজ্জেম আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা: ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এসময় তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

বুধবার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৈয়দ মোয়াজ্জেম আলীর জানাজা সম্পন্ন হয়।  

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

শ্রদ্ধা নিবেদন করছেন রীভা গাঙ্গুলি দাশএসময় সৈয়দ মোয়াজ্জেম আলীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকার কূটনীতিক কোরের ডিন ও ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশেন (ডিক্যাব)।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজানাজা শেষে উপস্থিত সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সৈয়দ মোয়াজ্জেম আলীর পরিবারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি আমাদের অভিভাবক ছিলেন। আমরা একজন হৃদয়বান মানুষ হারালাম।

সৈয়দ মোয়াজ্জেম আলীর দ্বিতীয় জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

সৈয়দ মোয়াজ্জেম আলী সোমবার (৩০ ডিসেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

১৯৪৪ সালের ১৮ জুলাই তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। তিনি চাকরিজীবনে ফ্রান্স, ভুটান ও ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়শিংটন ডিসি, পোল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, পর্তুগাল, ইউনেস্কোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।