ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুরনো সব ফাইল ক্লিয়ার করে প্রধানমন্ত্রীর নতুন বছর শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
পুরনো সব ফাইল ক্লিয়ার করে প্রধানমন্ত্রীর নতুন বছর শুরু

ঢাকা: পুরনো বছরের সব ফাইল ক্লিয়ার করে নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কখনো পুরনো কাজ জমিয়ে রাখেন না চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল বছরের শেষ দিনে ব্যস্ততার মধ্যেও অতিরিক্ত সময় দিয়ে তার সবগুলো শেষ করেছেন তিনি।

পুরনো সব কাজ শেষ করে নব উদ্যোমে নতুন বছর শুরু করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলানিউজকে বলেন, ২০১৯ সালের সব কাজ ১৯শেই শেষ করে দিয়েছেন। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। ওনার সব ফাইল উনি ক্লিয়ার করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল প্রধানমন্ত্রীর কাছে। উনি গতকালই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করে দিয়েছেন। পুরাতন বছরের সব কাজ নতুন বছর শুরুর আগেই শেষ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।