ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
না'গঞ্জে ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ-বাংলা ব্যাকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম সিরাজ (৩২)।

তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কৈখালিপাড়া এলাকার বাসিন্দা মো. মনু মিয়ার ছেলে।

নিহত ওই চালকের সহকারি রাজুর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা শিয়াচর এলাকা থেকে কার্টুন বোঝাই ট্রাক নিয়ে তারা আশুলিয়ার দিকে রওয়ানা হন। ট্রাকটি সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে আসলে অজ্ঞাত ক’জন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় দুর্বৃত্তরা ট্রাক চালক সিরাজের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। সেসময় সিরাজ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে দুর্বৃত্তরা সিরাজকে ছুরিকাঘাত করে। পরে সিরাজের সহকারি রাজু চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পারিয়ে যায়।

এসময় আশেপাশের লোকজন সিরাজকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ৪টায় শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তারপরেও আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি। নিহতের পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।