ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফজিলাতুন্নেসা বাপ্পী ছিলেন রাজপথের সহযোদ্ধা: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
ফজিলাতুন্নেসা বাপ্পী ছিলেন রাজপথের সহযোদ্ধা: শিক্ষামন্ত্রী

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এক বিবৃতিতে ফজিলাতুন্নেসার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শিক্ষামন্ত্রী।

চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলাতুন্নেসা বাপ্পী (৪৯)।

শিক্ষামন্ত্রী বলেন, ফজিলাতুন্নেসা বাপ্পী ছিলেন রাজপথের সহযোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সুর। তার মৃত্যুতে বাংলাদেশে নারী নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

আরও পড়ুন>>>ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।