ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক। আহত হয়েছেন সঙ্গে থাকা এক আরোহী।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাসেল (২৫)।

সে মোবাইলের দোকানে মেকানিক হিসেবে কাজ করতো।

মোটরসাইকেল চালক রাসেলের বড় ভাই কামাল আহমদ আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

কামাল আহমেদ বলেন, সম্পর্কে তারা খালাতো ভাই। মালিবাগ থেকে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ যাওয়ার পথে শনির আখড়ার রানা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে পথচারীরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। নিহত রাসেলের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।