ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দামারপোতা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা  (ডিবি) পুলিশ ও ব্রহ্মরাজপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা যৌথভাবে দামারপোতা এলাকায় ডাকাতসহ অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা জানান, জাকির হোসেন চারটি হত্যা ও কয়েকটি ডাকাতিসহ মোট ১৩টি মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।