ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিহত ৪

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিহত ৪

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন নৌযান শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল গুদারাঘাট বরাবর মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়।  

নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার মোস্তফা (৫৪), একই জেলার বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানারীপাড়া ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

 

নিহতরা চার জনই নৌযান শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রলারচালক আমির হোসেনসহ দু’জন।

ট্রলারচালক আমির বাংলানিউজকে বলেন, আমাদের ট্রলারটি বালু পরিবহনের কাজে ব্যবহার হয়। ভোরে ট্রলারটি পরিষ্কার করেছি। ধারণা করছি, পরিষ্কার করার সময় হয়তোবা কোনো স্থানে ছিদ্র হয়েছিল। পরিষ্কার কাজ শেষে আমরা সবাই যখন ঘুমিয়ে পড়ি, তখন ছিদ্রটি দিয়ে ভেতর পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়। আর ঘুমিয়ে থাকার কারণেই ভেতরে আটকা পড়ে আমাদের চার শ্রমিক ভাইয়ের মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বাংলানিউকে বলেন, নিহত চার জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।