ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
শ্রীপুরে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার চরজোকা গ্রামের একটি বিল থেকে মো. জালাল উদ্দিন (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। জালাল ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

তিনি পেশার একজন সবজি বিক্রেতার ছিলেন বলে জানা গেছে।

শ্রীপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান বাংলানিউজকে জানান, জালাল লাঙ্গলবাধ বাজারে প্রতি হাটে চটের ওপর বসে সবজি বিক্রয় করতেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) তিনি সবজি বিক্রয় করার জন্য বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফেরেনি জালাল। শুক্রবার সকালে ওই গ্রামের বিলে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায়  খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।