ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্পনগরী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রুবেল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বামনসুন্দর স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।  

রুবেল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাজীপাড়া এলাকার মো. শফির ছেলে।

তিনি বামনসুন্দর স্লুইচগেট এলাকায় একটি সেতুর নির্মাণকাজের শ্রমিক ছিলেন।

জানা গেছে, আল আমিন কনস্ট্রাকশনের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শিল্পনগরের বামনসুন্দর স্লুইচগেট এলাকায় সেতু নির্মাণের কাজ চলছে। সকালে নির্মাণকাজের জন্য রুবেল গ্রান্ডিং মেশিনে বিদ্যুৎলাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল আলম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং তার স্বজনদের খবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।