ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে তিন বিচারকের বাসার মালামাল তছনছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
টাঙ্গাইলে তিন বিচারকের বাসার মালামাল তছনছ

টাঙ্গাইল: টাঙ্গাইল আদালতের তিন বিচারকের বাসায় হানা দিয়ে সব তছনছ করেছে দুর্বৃত্তরা। তবে কোনো টাকা-পয়সা বা গুরুত্বপূর্ণ মালামাল চুরি যায়নি বলে জানা গেছে।

পুলিশ জানায়, টাঙ্গাইল শহরের হাউজিং এলাকায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মাসুম, সুমন কুমার কর্মকার ও আমিনুল ইসলাম এবং জেলা জজ আদালতের সহকারী জজ মুজিবুর রহমান পৃথক-পৃথক বাসা ভাড়া নিয়ে বাস করেন। শুক্রবার রাতে কে বা কারা আব্দুল্লা আল মাসুম, সুমন কুমার কর্মকার ও মুজিবুর রহমানের বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এসময় তাদের বাসার মালামাল তছনছ করে। অপর বিচারক আমিনুল ইসলামের বাসার গ্রিল কেটেও প্রবেশের চেষ্টার আলামত পাওয়া যায়। তবে কারো বাসা থেকে কোনো মালামাল চুরি যায়নি।

খবর পেয়ে শনিবার (৪ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির আবু বকর বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মাসুম জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে বাসায় কোনো লোক ছিল না। এ সুযোগে গভীর রাতে গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙে জিনিসপত্র বের করে নিচে ফেলে দেয় এবং বাসার সমস্ত মালামাল তছনছ করে। কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা এবং মূল্যবান জিনিস থাকা সত্বেও তারা কোনো কিছু নেয়নি। এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রিল কেটে বাসার ভেতর প্রবেশ করলেও কোনো জিনিসপত্র চুরি হয়নি। কারা, কেন কী উদ্দেশ্যে গ্রিল কেটে বাসায় প্রবেশ করেছিল বিষয়টি খুবই রহস্যজনক। পুলিশ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।