ঢাকা, শুক্রবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ২

খুলনা: খুলনায় মহানগরীর দৌলতপুর এলাকায় ককটেল বিস্ফোরণে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামের দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, শনিবার নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসীর সামনে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছিলেন।

এ সময় হঠাৎ করে তাদের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই দুইজন আহত হন। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, ককটেল বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমআরএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।