ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৭

ময়মনসিংহ: ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩৮ আসামিসহ ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৫ জানুয়ারি) দুপুর থেকে সোমবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি পাইপ গানসহ দুইজন, সাড়ে ৪০ গ্রাম হেরোইন, আট পিস নেশা জাতীয় ইঞ্জেকশন, দেড় কেজি গাঁজাসহ ৩০ মাদকব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩৮ ও নিয়মিত মামলার ২৭ আসামিসহ ৯৭ জনকে গ্রেফতার করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০ 
একে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।