ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে মাদকবিরোধী শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
রাঙামাটিতে মাদকবিরোধী শোভাযাত্রা শোভাযাত্রায় রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) এ কে এম মামুনুর রশীদ। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন’ এ স্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহরের পৌর এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে এসে শেষ হয়।

 

পরে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) এ কে এম মামুনুর রশীদ।

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি শাখার সহকারী পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফিউল্লাহ, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সম্পাদক মো. আবছার প্রমুখ।

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ শহরের সচেতন নবীন-প্রবীণ ব্যক্তিরা এ সভায় অংশ নেন।

সভায় বক্তারা মাদকের ভয়ঙ্কর কুফল সম্পর্কে আলোচনা করেন।  

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জনান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।