ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৪০ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৪০ যাত্রীর জরিমানা

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৪০ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনভর লালমনিরহাট রেলওয়ে বিভাগের দিনাজপুর স্টেশনে সাতটি ট্রেনে অভিযান করে এসব যাত্রীকে জরিমানা করা হয়।  

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা (এডিটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দিনাজপুর স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও  কমিউটারসহ সাতটি ট্রেনে অভিযান চালানো হয়।

এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৪০ জন যাত্রীর কাছ থেকে ১৬ হাজার ৬০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।