ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রেস কনফারেন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে প্রেস কনফারেন্স

খাগড়াছড়ি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে খাগড়াছড়িতে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার(০৯ জানুয়ারি) দুপরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় তিনি জানান, দিনটিকে স্মরণীয় রাখতে জেলা সদরে দুটি ও অপর আট উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।

এ অনুষ্ঠান সাধারণ মানুষের উপস্থিতির কথা চিন্তা করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ ও মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।