ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর মতন নেতা পেয়েছি: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর মতন নেতা পেয়েছি: ফারুক বক্তব্য রাখছেন সংসদ সদস্য মো. আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আমরা ভাগ্যবান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতন একজন নেতা পেয়েছি বলে-এ মন্তব্য করেছন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সংসদ সদস্য মো. আকবর হোসেন পাঠান ফারুক।

বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭১ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা না রাখতেন। তাহলে আমাদের স্বাধীনতার পূর্ণতা পেতো না।

সেদিন তাকে স্বাগত জানাতে লাখো লাখো মুক্তি যুদ্ধাবিমান বন্দরে গিয়েছিলো। আমরা খুবই ভাগ্যবান য়ে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছিলেন। আমরা ভাগ্যবান তার মতন একজন নেতা পেয়েছি বলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের উদ্দেশ্য করে নায়ক ফারুক বলেন, ১৯৮০ সাল থেকে আমি বঙ্গবন্ধুর কথা বলতাম। একা একা চিৎকার করতাম। সুযোগ পেলে আমি বঙ্গবন্ধুর কথা বলতাম। এই সংগঠনটি নিয়ে আমি রাস্তায় নেমে যাই। সবাই বলেছিল আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি তবুও নেমেছিলাম রাজপথে। আমার সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়ে ছিলাম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই সংগঠন নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়, তা সহ্য করা হবে না। সংগঠনের পোস্ট নিয়ে বসে থাকবে তা চলবে না। আমি এটা মেনে নেব না। আমি কাউকে ভয় করি না। আমি কাউকে তোয়াক্কা করি না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফলগুনি হামিদ, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।