ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনীতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনীতে র‌্যালি

ফেনী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ ফেনীর ৬ উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি উদযাপনের সূচনা করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ফেনী জেনারেল হাসপাতাল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ‘বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক’ স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানসহ অতিথিরা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর, মুক্তিযোদ্ধা ডা. আবদুল গোফরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ।

এসময় সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) মৌমিতা দাশ, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে দেশের সব উপজেলায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।