ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিসা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ভিসা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ঢাকা: মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মমন্ত্রণালয়।

রোববার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকার বাংলাদেশে আগমনেচ্ছু বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে সব সময় অত্যন্ত যত্নবান।

ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সব আগ্রহী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত সরকারি ও বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ে অধ্যয়নের জন্য আসেন তাদের ভর্তি, ভিসা সহজিকরণ এবং নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সর্বদা সহযোগিতা দিয়ে চলছে।

 

‘২০১৯-২০ সালের ভর্তিপ্রক্রিয়া বর্তমানে চলমান। সব দেশ থেকে প্রাপ্ত আবেদনপত্র বর্তমানে যাচাই-বাছাই ও মার্কস সমতাকরণসহ অন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসাপ্রাপ্তি বিষয়ে সম্পূর্ণ বানোয়াট, অবিবেচনাপ্রসূত ও দূরভিসন্ধিমূলক প্রচারণা বিভিন্ন ওয়েব পোর্টালে প্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে |

যাচাই-বাছাইসাপেক্ষে আগামী ৩১ জানুয়ারি, ২০২০ নাগাদ বিদেশি শিক্ষার্থীদের মেডিক্যাল ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল ভিসা প্রক্রিয়া শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।