ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ভুয়া নিয়োগপত্রসহ ২ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
সাতক্ষীরায় ভুয়া নিয়োগপত্রসহ ২ প্রতারক আটক

সাতক্ষীরা: কাস্টমস ও বাংলা‌দেশ সেনাবা‌হিনীর ভুয়া নি‌য়োগপত্রসহ দুই প্রতারক‌কে আটক ক‌রে‌ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

শুক্রবার (১৭ জানুয়া‌রি) সকালে সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যা‌ম্প।  

আটকরা হ‌লেন- সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মানদার আলী (৫৩) ও রামচন্দ্রপুর গ্রামের আশরাফুজ্জামান (২৫)।

বিজ্ঞ‌প্তি থেকে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্প‌তিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা শহ‌রের মধ্যকাটিয়া লস্করপাড়ার মৃত মোজাম্মেল হকের বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লায় র‌্যাব-৬। সেসময় কাস্টমস ও বাংলা‌দেশ সেনাবা‌হিনীর ভুয়া নি‌য়োগপত্রসহ ওই দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসআরএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।