শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ঘুটাবাছা সাইক্লোন শেল্টারে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর বরগুনা জেলা সভাপতি অ্যাডভোকেট আ. মোতালেব মিয়া।
উদীচী পাথরঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি নারায়ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে নবম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বরগুনা জেলা উদীচীর শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আ. ছত্তার, পাথরঘাটা উপজেলার উদীচীর সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন, চরদুয়ানি ইউনিয়ন কমিটির সভাপতি বাবু সুনীল চন্দ্র হাওলাদার, সাধারণ গোলাম মাওলা মিলন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সদস্য শিল্পী কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চচালনা করেন পাথরঘাটা উদীচী শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
পরে দুপুরের দিকে অ্যাডভোকেট নাজনিন নাহার রনিকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পাথরঘাটা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগ, শহীদ মিনার নির্মাণ করা, প্রতিটি উপজেলায় রাজাকারের তালিকা প্রকাশ, স্বাধীনতা বিরোধীদের সংগঠনের সদস্য না করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসআরএস