ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অবৈধ চার ইটভাটা বন্ধসহ জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
আশুলিয়ায় অবৈধ চার ইটভাটা বন্ধসহ জরিমানা

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা চার ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে চার ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

এদের মধ্যে ফোর স্টার ব্রিকস ও সনি ব্রিকসের মালিকদের ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা এবং ভাটার আংশিক ভেঙে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ঢাকা ব্রিকস ও তুরাগ ব্রিকস নামে আরও দুটি ভাটার বেশির ভাগ অংশ ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।