ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

ফেনী: ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্রগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বেশিরভাগই জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এছাড়া, কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে বলেও জানান তিনি।

দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস। বাসের যাত্রীদের কয়েকজন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এনআর পরিবহনের বাসটি। কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রা বিরতির পর আবার ছাড়ে। ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

ঘটনাস্থলে রয়েছেন ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন। তিনি বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। ’

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, ‘উদ্ধার অভিযান চলছ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। ’

** ফেনীতে ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি


বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।