ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অস্ত্র-মাদকসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
রাজধানীতে অস্ত্র-মাদকসহ আটক ১

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় থেকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ ফারুক হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) বিকেলে বংশাল আবুল হাসনাত রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা উত্তর) মো. মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের গুলশান সার্কেল উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা ও পরিচালক এসএম শামসুল কবির নেতৃত্বে বংশাল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ১০০০ পিস ইয়াবা, মাদক ও অস্ত্র বিক্রয় ৬ লাখ টাকা ও একটি মোবাইল ফোনসহ ফারুক হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও জানান, ফারুক হোসেন রাজধানী সুপার মার্কেটে কাপড়ের ব্যবসার পাশাপাশি মাদক ও অস্ত্র ব্যবসার করতেন বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।