ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় ১৯ কি.মি. সড়ক সংস্কার কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
ভেড়ামারায় ১৯ কি.মি. সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ২০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৯ কিলোমিটার পাকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ভেড়ামারা-কুচিয়ামোড়া-জুনিয়াদহ-আল্লাহদর্গা সড়ক মেরামত কাজের উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন আলী, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ জাসদের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।