ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আটক ১ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইলিয়াস নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

ইলিয়াস বন্দরের জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে।

নিহত ইলিয়াস দৈনিক বিজয় পত্রিকায় কাজ করতেন। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বাংলানিউজকে জানান, ইলিয়াস তাদের পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের সোর্স হিসেবে পরিচিত তুষার গংয়ের প্রধান তুষারকে আটক করেছে পুলিশ।  এ সময় তার কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়। আটকের সময় তার পরনের গেঞ্জিতে রক্তের দাগ ছিলো।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তাওহীদ বাংলানিউজকে জানান, রোববার রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায়  তুষার নামে একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।