ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুস্থ নারীদের সেলাই মেশিন দিল কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
দুস্থ নারীদের সেলাই মেশিন দিল কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন শতাধিক দুস্থ নারীকে সেলাই মেশিন দিল প্রবাসী ফাউন্ডেশন, ছবি: বাংলানিউজ

নোয়াখালী: "মানবিক বিপর্যয়ে, আমরা আর্ত মনবতার সেবায় সর্বদা প্রস্তুত" স্লোগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানেই সংগঠনটি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার শতাধিক দুস্থ নারীকে সেলাই মেশিন দিয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা হলরুম থেকে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

উদ্বোধন শেষে প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফখরু উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।  

বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনুসহ অনেকে।

এসময় প্রবাস থেকে জুম অ্যাপ ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শওকত হায়াত খাঁন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিসেল, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দোহা সোহেল ও ট্রাস্টি বোর্ড নেতৃবৃন্দ, ফাউন্ডার মেম্বার এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শওকত হায়াত খান বিপ্লব জানান, অসহায়, ভূমিহীন এবং চিকিৎসাসেবা বঞ্চিত অসহায় মানুষের কথা ভেবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশ এবং লন্ডন, আমেরিকা, ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কোম্পানীগঞ্জের প্রায় ৭৫০ জন রেমিট্যান্স যোদ্ধা এ মানবিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।