ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে নারী নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সুফিয়া খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে এ গ্রামের সুফিয়া খাতুনের ছেলে হীরকের সঙ্গে প্রতিবেশী আলাল উদ্দিন মোস্তাক ও শহিদুল ইসলামের বিরোধ চলছে। এরই জের ধরে সোমবার সকালে আলালের লোকজন হীরকদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। এসময় হীরকের মা সুফিয়া ঠেকাতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে বল্লম ছোড়েন। এতে বুকে বল্লম বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া।  

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।