ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

১০৪ যাত্রীকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
১০৪ যাত্রীকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই  ফ্লাই দুবাইয়ের একটি প্লেন

ঢাকা: দুবাই বিমানবন্দর থেকে ফেরত আসা ১০৪ বাংলাদেশি যাত্রীকে ক্ষতিপূরণ দেবে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ফ্লাই দুবাই।  

ক্ষতিপূরণ হিসেবে টিকিটের ক্রয়মূল্য ও অন্য খরচ বাবদ আরও তিন হাজার ৫০০ টাকা করে দেবে সংস্থাটি।

আগামী ১৮ অক্টোবরের মধ্যে এ ক্ষতিপূরণ যাত্রীদের বুঝিয়ে দিতে হবে।  

সোমবার (১২ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  

জানা গেছে, গত ৯ অক্টোবর ফ্লাই দুবাইয়ের দু’টি ফ্লাইটযোগে ঢাকা থেকে যাত্রা করা ৫১ জন ও চট্টগ্রাম থেকে যাত্রা করা ৫৩ জন যাত্রীকে রোববার (১১ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ঢাকায় ফেরত আসা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অ্যাভসেক, এয়ারপোর্ট এপিবিএন ও প্রবাসী কল্যাণ ডেস্ক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতকে সহায়তা করে। তদন্তে এসব যাত্রীদের ফেরত আসার জন্য ফ্লাই দুবাইয়ের গাফিলতি ওঠে আসে। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালত ফ্লাই দুবাইকে যাত্রীদের টিকিটের ক্রয়মূল্য ও অন্য খরচ বাবদ আরও তিন হাজার ৫০০ টাকা করে দেওয়ার নির্দেশ দেন। এতে ফ্লাই দুবাই জরিমানা হিসেবে এ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।