ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মসজিদে বিস্ফোরণ: বিদ্যুতের মিটার রিডার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
মসজিদে বিস্ফোরণ: বিদ্যুতের মিটার রিডার গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বহিষ্কৃত বিদ্যুত মিটার রিডার আরিফুল রহমান গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মিটার রিডার আরিফুল রহমান (৩০) বরিশালের পটুয়াখালীর ইউনুস হাওলাদারের ছেলে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন সিআইডির পরিদর্শক বাবুল হোসেন।

বাবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কিল্লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।