ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মসজিদে বিস্ফোরণ: ৩ সপ্তাহের মধ্যেই চার্জশিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
মসজিদে বিস্ফোরণ: ৩ সপ্তাহের মধ্যেই চার্জশিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আগামী তিন সপ্তাহের মধ্যেই অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। এতে ৩০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হতে পারে।

এ লক্ষ্যেই মামলার তদারক সংস্থা সিআইডি কাজ করে চলেছে। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে ১০ জনকে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, এ ঘটনায় মসজিদ কমিটির গাফিলতি আছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিতাস ও বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতি আছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। তাছাড়া তিতাসের কে ঘুষ চেয়েছিলেন সেই ব্যক্তিকেও চিহ্নিত করার কাজ চলছে।

এদিকে সোমবার ডিপিডিসির বহিষ্কৃত বিদ্যুতের রিডার আরিফুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে মামলাটির তদারক সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দু’জন।
বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরবর্তীসময়ে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

সিআইডি নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ আরো জানান, মসজিদে মূলত বিদ্যুতের স্পার্ক থেকেই গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতির প্রমাণ মিলেছে। মসজিদে যদি মিটার রিডার আরিফুর প্রতি মাসে যেত তাহলে এমন ঘটনা ঘটতো না। কারণ প্রতি মাসে মিটার চেক করলে অবৈধ সংযোগ বা সমস্যা ধরা পড়তো।  

‘বিভিন্ন সংস্থার বিভিন্ন সমস্যা কারণে এমন ঘটনা ঘটেছে। তল্লা মসজিদ বিস্ফারণ মামলায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হতে পারে। আরিফুল রহমানকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। ’

এর আগে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গ্রেফতার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চার কর্মকর্তাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া মসজিদে বিস্ফোরণের ঘটনার মামলায় গ্রেফতার বিদ্যুতের মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।