ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে শ্রমিকের মৃত্যু আব্দুর গফুর

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে দমবন্ধ হয়ে আব্দুর গফুর (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

এসময় অসুস্থ হয়ে পড়েছেন মো. বশির (৫০) নামে আরেক শ্রমিক।

তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে সদরের চর সন্তুষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   মৃত আব্দুর গফুর চর সৈয়দপুর গ্রামের সিকিম আলি মিয়ার ছেলে।  

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, সকালে চর সন্তুষপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর কাজ করতে নামেন আব্দুল গফুর ও বশির। বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা উঁকি দিয়ে দেখেন যে তারা নিস্তেজ হয়ে পড়েছেন। এ অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। আর বশিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।