ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনবাগে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
সেনবাগে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ  

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে আবদুর রহিম (৩৮) নামে ডাকাতদলের এক সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

 

সোমবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার কাদরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নন্দিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের লোকমান হোসেন প্রকাশ রোকার ছেলে।

প্রবাসী মোহন জানান, ডাকাত আবদুর রহিমকে আটক করা গেলেও তার অন্য সদস্যরা ঘরের আলমেরি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তাদের উপস্থিতি টের পেয়েও জীবন রক্ষার্থে আমরা প্রথমে বাধা দেয়নি। সুযোগ বুঝে কৌশলে এক ডাকাতকে আটক করতে সক্ষম হই।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, আহত ব্যক্তি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।