ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ফের বাড়ছে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
সিরাজগঞ্জে ফের বাড়ছে যমুনার পানি যমুনায় পানি বাড়ছে, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে আবার বাড়ছে যমুনা নদীর পানি। টানা সাতদিন কমার পর গত দু’দিন ধরে আবার পানি বাড়ছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৮ ও ৪৮ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৪ ও ৪৮ ঘণ্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়েছে।  
 
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গত ২ অক্টোবর যমুনা নদীর পানি দু'টি পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করেছিল। এরপর ৪ অক্টোবর থেকে দ্রুতগতিতে পানি কমতে শুরু করে। ১০ অক্টোবর স্থিতিশীল হয়। রোববার (১১ অক্টোবর) থেকে ফের দু’টি পয়েন্টেই যমুনার পানি বাড়তে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭২ ও কাজিপুর পয়েন্টে ৬০ সেন্টিমিটার নিচে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।