ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
শিবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর জব্দ সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মাছের আড়তে অভিযান চালিয়ে দুই হাজার কেজি (৫০ মণ) আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।  

সোমবার (১২ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

এ সময় শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বরুন কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

বরুন কুমার মণ্ডল বাংলানিউজকে জানান, ওই আড়তে আফ্রিকান মাগুর মজুদ করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আড়তের একটি চৌবাচ্চায় সংরক্ষণ করা ৫০ মণ আফ্রিকান মাগুর জব্দ করা হয়।  

অভিযান চলাকালে কোনো মাছ ব্যবসায়ীকে পাওয়া না যাওয়ায় মজুদের জন্য ব্যবহৃত চৌবাচ্চাটি শ্রমিক দিয়ে ভেঙে ধ্বংস করা হয়। জব্দ মাগুর মাছগুলো স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।