ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রোসাটমের এনার্জি স্টোরেজ বাণিজ্যে রেনেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
রোসাটমের এনার্জি স্টোরেজ বাণিজ্যে রেনেরা রোসাটম

ঢাকা: রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রোসাটম এনার্জি স্টোরেজ বাণিজ্যের উন্নয়নে পারমাণবিক শিল্প সহায়ক কোম্পানিকে নিবন্ধন করেছে। ক্যাথোড ম্যাটেরিয়াল এলএলসির ওপর ভিত্তি করে রেনেরাকে নিবন্ধন করা হয়েছে।

এটি রোসাটমের টিভিইএল ফুয়েল কোম্পানির একটি প্রতিষ্ঠান।

সোমবার (১২ অক্টোবর) রোসাটমের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোম্পানিটি বাণিজ্য ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার উপযোগী লিথিয়াম-আয়ন ট্রাকশন ব্যাটারি, জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য এনার্জি স্টোরেজ 
সিস্টেম, নবায়নযোগ্য শক্তি ও বৈদ্যুতিক চাহিদা স্বাভাবিক রাখার ব্যবস্থার উন্নয়নে কাজ করবে।

বর্তমানে এর ১২০টির অধিকার লিথিয়াম-আয়ন এনার্জি স্টোরেজ ডিভাইসের প্রকল্প বাস্তবায়ন ও চলমান রয়েছে। বাস্তবায়িত চুক্তির মধ্যে বেশির ভাগ বৈদ্যুতিক যানবাহনের আধুনিকায়ন, সাব-স্টেশন ডিসি সিস্টেম 
এর সংযোজন ও লিথিয়াম-আয়ন এনার্জি স্টোরেজ ডিভাইসের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চুক্তি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।