ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্মকর্তাদের নামে টাকা দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্তকতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
কর্মকর্তাদের নামে টাকা দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্তকতা ...

ঢাকা: নিয়োগ-বদলিসহ বিভিন্ন কাজে কর্মকর্তাদের নাম উল্লেখ করে বিকাশে টাকা চাওয়া হচ্ছে দাবি করে সতর্ক করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নাম বলে ও মিথ্যা পরিচয় দিয়ে টেলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে বদলি/পদোন্নতি ইত্যাদি বিষয়ে অর্থ দাবি করা হচ্ছে।

এ ধরনের অপরাধমূলক কাজ থেকে সতর্ক করে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এমআইএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।