ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ফুলগাজীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ফেনী: ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ম্যুরাল উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এ সময় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ম্যুরাল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা ও উপজেলা জাসদের নেতারা।

উদ্বোধনকালে শিরীন আখতার বলেন, এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তাই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও নতুন প্রজন্মের মধ্যে তার আদর্শ ছড়িয়ে দিতে এটি নির্মাণ করা হলো।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ছয় লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করা হয়।  

উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম জানান, জাতির পিতার স্মৃতি ধরে রাখতেই ম্যুরালটি নির্মাণ করা হয়েছে।

এর আগে সকালে ফুলগাজী বাজার আরএইচডি পুরাতন সড়ক থেকে নতুন আরএইচডি সংযোগ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি শিরীন আখতার।

স্থানীয়রা জানান, সড়কটির বেহাল দশার কারণে এলাকার জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হতো। এটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে সেই ভোগান্তি দূর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ মিটার দৈর্ঘ্যের সড়কটির উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু, ফেনী জেলা জাসদের সভাপতি মাস্টার নুরুল ইসলাম, ফুলগাজী উপজেলা জাসদের সভাপতি মাস্টার দুলাল বৈদ্য, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (জিয়া মেম্বার), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।