ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ: ঢাকায় রাখাইনদের মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধ: ঢাকায় রাখাইনদের মানববন্ধন মানববন্ধনে বক্তারা

মিয়ানমারের সামরিক জান্তা জেনেভা কনভেনশন লঙ্ঘন করে বাংলাদেশের সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশে বসবাসরত রাখাইন সম্প্রদায়।

মিয়ানমারের আরাকানে রাখাইন বৌদ্ধদের হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধনে এ অভিযোগ করেছে তারা।

বক্তারা বলেন, মিয়ানমারের সামরিক জান্তা সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাখাইনদের ওপর গণহত্যা চালাচ্ছে। কয়েক লাখ রাখাইনকে বাড়ি ছাড়া করা হয়েছে।

আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে আরাকানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের নির্যাতিত রাখাইন সম্প্রদায়কে ত্রাণ সরবরাহ করতে বাধা দেওয়া হচ্ছে। আরাকানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে রাখাইন সম্প্রদায়।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।