ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
কাপ্তাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিষক্রিয়ায় হ্লাপ্রুচাই মারমা (৬০) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের উজানছড়ি পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উজানছড়ি পাড়ায় কৃষক হ্লাপ্রুচাই মারমা তার আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন। এরপর সন্ধ্যায় তাকে ক্ষেত থেকে উদ্ধার করে তার স্বজনরা।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।