ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিএমজি গায়ানার সভাপতি হলেন ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
সিএমজি গায়ানার সভাপতি হলেন ড. মোমেন

ঢাকা: গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সর্ব সম্মতিক্রমে সিএমজির সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর বিদেশ নীতি অনুযায়ী সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অঞ্চল বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানা বিষয়ক সিএমএজি। সিএমজিতে এ প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেলো বাংলাদেশ। এর আগে সভাপতির দায়িত্বে ছিলো দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।