ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এক ইলিশের দাম ৫৩০০ টাকা!

এস.এস শোহান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এক ইলিশের দাম ৫৩০০ টাকা!

বাগেরহাট: বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ।

ইলিশটি মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাটের প্রধান মৎস্য আড়ৎ কেবি বাজারে চড়া দামে বিক্রি হয়েছে।

বাগেরহাট শহরের বাসিন্দা শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু ৫ হাজার ৩০০ টাকার ইলিশটি কিনেছেন।

জেলেরা বলেন, এবছর প্রথম থেকেই ইলিশের সাইজ মোটামুটি ভালো ছিল। এক কেজি থেকে দের কেজি ওজনের মাছ আমরা সচারচর পেয়ে থাকি। কিন্তু দুই কেজির উপরের মাছ খুবই কম পাওয়া যায়। মঙ্গলবার দু’কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ আমাদের জালে ধরা পড়েছে। এত বড় মাছ আগে কখনও পাইনি। মাছটি যখন আমাদের জালে উঠেছিল, তখন খুব খুশি হয়েছি।

মাছের ক্রেতা রেজাউর রহমান মন্টু বলেন, কেবি বাজারে প্রায়ই আসি, মাঝে মধ্যে ইলিশ কিনি, আবার কখনও কখনও ঘুরে চলে যাই। আজকে বাজারে গিয়ে দেখি একটি মাছের জন্য অনেকে ভিড় করছে। কাছে গিয়ে দেখি অনেক বড় একটি ইলিশ। অনেকেই দাম বলেছে, আমি শেষপর্যন্ত ৫ হাজার ৩০০ টাকায় কিনেছি। তারপরে মেপে দেখি মাছের ওজন ২ কেজি ৯০০ গ্রাম। এত বড় মাছ গেলো বিশ বছরে আমি দেখিনি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।