ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ১১ হাজার ৩৩৭ পিস ইয়াবা, ৩৯ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ২৮৮ ক্যান বিয়ার, ১০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।